in ,

পাবজিসহ আরও ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত সরকার।

আরও ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এর মধ্যে রয়েছে জনপ্রিয় গেম পাবজিও। এখন থেকে ভারতে খেলা যাবে না পাবজি।

পাবজিসহ আরও ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত সরকার।

চীনের সঙ্গে লাদাখে প্রথম সংঘাতের পর ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পরপরই বেজিংয়ের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারত সরকার। গত মাসে ৪৭ টি ও এর আগে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিলো ভারত সরকার। তখন থেকেই পাবজি গেমের প্রতি নজর ছিল ভারত সরকারের। ভারতের এই সিদ্ধান্তে চীন বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ  দুই দফায় ১০৬ টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। ভারত সরকারের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যে সব অ্যাপ আগে নিষিদ্ধ করা হয়েছিল, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় ছিল টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চিনা সংস্থা।

এখনও পর্যন্ত ভারত টিকটক, উইচ্যাট ও ইউসি ব্রাউডার সহ ২২৪ চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এই অ্যাপগুলির গ্রাহক সংখ্যা এ দেশে বেশ ভালো পরিমাণে ছিল। ফলে ভারতের এই সিদ্ধান্ত চীন বড় ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে।

Facebook Comments

What do you think?

Comments

Leave a Reply

Loading…

0

১০০ টাকায় সারামাস ইন্টারনেট পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে অন্যের জীবন বাঁ’চাতে বিনা পারিশ্রমিকে ট্রাফিকের কাজ করছেন এই বৃদ্ধ বাবা।

সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে অন্যের জীবন বাঁ’চাতে বিনা পারিশ্রমিকে ট্রাফিকের কাজ করছেন এই বৃদ্ধ বাবা।