in

রণবীরকে মে’রেছিলেন সালমান খান!

বলিউড অ’ভিনেতা সালমান খান যে প্রচন্ড রাগী সে কথা সর্বজনবিদিত। বলিউডের সকলেই জানেন চট করে রেগে যান সালমান। আর এই রাগের জন্যই একবার ম’দ্যপ অবস্থায় রণবীর কাপুরের গালে চড় মে’রেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের এক অ’ভিজাত পাবে। সকলে ভেবেছিলেন এর পিছনে কারণ হলেন অ’ভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও আসল কারণ ছিল অন্য কিছু।

জানা যায়, সেই সময় বড় তারকা হয়ে ওঠেননি রণবীর। সবে মাত্র কয়েকটি ছবি তার হাতে তখন। কিন্তু সালমানের সঙ্গে সেদিন বাকবিতণ্ডায় জড়ান রণবীর।

বেশ কয়েকটি ছবি যেমন ওয়ান্টেড, দাবাং এগু’লির সাফল্যের পরে সালমান সেদিন সেই পাবে বন্ধু সঞ্জয় দত্তের সঙ্গে কোয়ালিটি টাইম কা’টাচ্ছিলেন। রনবীরও তার বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।

কিন্তু হঠাৎই সালমানের সঙ্গে জনসমক্ষে তর্ক লেগে যায় তার। দু’জনেরই মা’থা গরম হয়ে ওঠে এবং তর্ক এমন জায়গায় পৌঁছায় যে সালমান রণবীরের গালে চড় বসিয়ে দেন। সেসময় দুই অ’ভিনেতার মধ্যে হাতাহাতি বন্ধ করেন সঞ্জয় দত্ত। অ’প্রস্তুত হয়ে সেই পাব থেকে বেরিয়ে যেতে বাধ্য হন রণবীর।

এই ঘটনার পরে সালমান খানের বাবা সেলিম খান রণবীরের বাবা ঋষি কাপুর এর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখেন। তখন থেকেই সালমান ও রনবীরের মধ্যে স’ম্পর্ক মোটেই ভালো নয়।

আর তারপর আসেন ক্যাটরিনা কাইফ। একসময় সালমানের সঙ্গে স’ম্পর্কে ছিলেন ক্যাটরিনা। কিন্তু সেই স’ম্পর্ক থেকে বেরিয়ে রণবীরের সঙ্গে প্রে’ম করতে শুরু করেন ক্যাটরিনা কাইফ। এতে পরিস্থিতি আরও খা’রাপ হয়ে যায়। কখনোই কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। এমনকি একটি আওয়ার্ড শো তে রণবীরকে সালমান কুকুরছানা বলেও সম্বোধন করেছিলেন।

Facebook Comments

What do you think?

Comments

Leave a Reply

Loading…

0

বিল গেটসের সাড়ে ৫ হাজার কোটির প্রমোদতরী।

ভোরবেলায় সন্তান জন্ম দিয়ে সকালেই বিসিএস পরীক্ষায় যোগদান, সেই মা এখন ক্যাডার!